ঢাকা, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার
মেনু |||

আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন যারা

কলকাতার একটি পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। প্লেয়ার বেচা-কেনার এ আসরে সর্বোচ্চ ১৫.২৫ কোটি রূপিতে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার পেট কামিন্স। অসি এ তারকাকে দলে নিয়েছে আইপিএল দুই আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

 

অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল ১০.৭৫ কোটি রূপিতে দলে নিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। দক্ষিণ আফ্রিকান তারকা পেসার ক্রিস মরিসকে ১০ কোটি রূপিতে দলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

 

ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার সেলডন কটরিলকে ৮ কোটির ৫০ লাখ রূপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর অস্ট্রেলিয়ান তারকা পেসার নাথান কোল্টার নিলকে ৮ কোটি রূপিতে দলে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।

 

সাড়ে ৭ কোটি রূপিতে ক্যারিবীয় ব্যাটিং দানব সিমরন হিতমারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

 

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন পীযূষ চাওলা। ভারতের হয়ে তিনটি টেস্ট, ২৫টি ওয়ানডে আর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩০ বছর বয়সী লেগ স্পিনার সবচেয়ে বেশি কার্যকর টি-টোয়েন্টি ফরম্যাটে। যে কারণে ভারতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এ ক্রিকেটারকে ৬ কোটি ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

 

ইংল্যান্ড বিশ্বকাজয়ী দলের অধিনায়ক ইয়ন মরগানকে ৫.২৫ কোটি রূপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় সাবেক তারকা ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে ৩ কোটি রূপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।


ঢাকাওয়াচ/স

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬