ঢাকা, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
মেনু |||

কালীগঞ্জে দরিদ্র কৃষকের ধান কাটল ছাত্রলীগ

কালীগঞ্জে দুই দরিদ্র কৃষকের ধান কেটে সহযোগীতা করেছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। রোববার বিকালে তারা উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর গ্রামের শুকুর আলী ও ডাক্তার উজ্জল বিশ্বাসের ধান কেটে দেয়।

 

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন ও এমপি কন্যা সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা মুমতারিন ফেরদৌস ডরিন এর নেতৃত্বে ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিত নেতা কর্মী ওই ধান কাটা সহযোগীতায় অংশ নেয়।

 

ছাত্রলীগ নেতা সুমন জানান, করোনা মহামারির কবলে মাঠের ধান কাটা শ্রমিক সংকটে দরিদ্র কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। এ মুহুর্ত্বে তাদের নেতা দলীয় অভিভাবক ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের নির্দ্দেশনায় কৃষকদের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। এরই অংশ হিসাবে ছাত্রলীগ উপজেলা, পৌর, মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ ও মালিয়াট ইউনিয়ন কমিটির ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে দুই কৃষকের প্রায় ৩ বিঘা জমির ধান কেটে সহযোগীতা করেছে।

 

তাদের এই ধান কাটা কর্মসূচিতে আরো অংশ গ্রহন করেন, ছাত্রলীগের ঝিনাইদহ জেলা কমিটির সহ-সভাপতি নাসিম রেজা, চুয়েট শাখার সাংগাঠনিক সম্পাদক অতনু মূখার্জী, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সজিব মূখার্জী, মাসুদুল হাসান আসিব,সোহেল, মোবারক, শান্ত, পিয়াল,আসিফ, সম্্রাট ও ইউনিয়ন ছাত্রলীগের শাকিল রিপন শেখ সহ অন্নান্য নেতা কর্মীগন।

 

নেতৃবৃন্দগন বলেন, করোনাতে দেশের এই দূর্যোগ কাটিয়ে না উঠা পর্ষন্ত তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তারা এ উপজেলাতে পর্সায়ক্রমে দরিদ্র কৃষকদের শতাধিক বিঘা জমির ধান কাটার কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানান।


ঢাকাওয়াচ/স

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬