ঢাকা, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
মেনু |||

শেরে-বাংলা স্মৃতি পদক পেলেন মনপুরার আব্দুল বাছেত

স্টাফ রিপোর্টারঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা স্মৃতি পদক- ২০২১ পেলেন মনপুরার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেত। ২৮ আগস্ট শনিবার রাজধানির সেগুনবীগিচায় কচি-কাঁচা মিলনায়তনে জাতীয় শোক দিবস ও পদক প্রদান অনুষ্ঠানে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ তাকে এ পদক প্রদান করেন।

 

 

এ সময় জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ দশ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। 

 

 

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যন খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসার ড. কামাল উদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের উপদেষ্টা লায়ন মজিবুর রহমান হাওলাদার।


ঢাকাওয়াচ/স

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬