
রোববার রাতে ঢাকা মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ছাদে দুই ব্যক্তি ওঠার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় দুই ব্যক্তিকে ছাদে উঠে থাকতে দেখা যায়। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।”
ডিএমটিসিএল থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর দুই ব্যক্তি ওঠায় চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও জনসাধারণের অস্বস্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”