
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম মাতবর বাজারে হারিকেন ফ্যাক্টরির সামনে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. রকি, বয়স ২৫ বছর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী রানা জানান, রকি পেশায় একজন শ্রমিক ছিলেন। তিনি রাতে একটি ফ্যাক্টরিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বড়গ্রাম মাতবর বাজারের কাছে সংঘর্ষের মধ্যে পড়ে ছুরিকাঘাতের শিকার হন। “তিনি দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু অজ্ঞাত কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়,” বলেন রানা।
নিহত রকির ঠিকানা এখনো পাওয়া যায়নি। জানা গেছে, তিনি কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।