
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ বহু ধর্মাবলম্বীর আবাসস্থল, আর সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানানোই তাদের রাজনৈতিক আদর্শ। তিনি বলেন, “আমরা ধর্মান্ধ নই। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারাই আজ বেহেশতের টিকিট বিক্রি করে। কোনো রাজনৈতিক দল জান্নাতের টিকিট দিতে পারে?”
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালেই লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ভবানীগঞ্জ ইউনিয়নের চর-ভূতা গ্রামে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।
এসময় নারী ভোটারদের উদ্দেশে এ্যানি বলেন, বিগত সময় তাদের ভোটে এমপি হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আগাম নির্বাচনে আবারও বিজয়ী হতে পারলে কৃষি খাতসহ ইউনিয়নের আরও উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে স্থানীয় জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেননি, ভবিষ্যতেও দেবেন না— কারণ তাদের রাজনীতি ধর্মের অপব্যবহারের ওপর দাঁড়িয়ে আছে। তার ভাষায়, পৃথিবীতে ধর্মভিত্তিক বহু রাজনৈতিক দল রয়েছে, কিন্তু এসব দল নিয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, লক্ষ্মীপুরকে মাদকমুক্ত করাই তার অন্যতম লক্ষ্য। মাদকের সঙ্গে নানামুখী অপরাধ জড়িত থাকায় সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া এবং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম আজাদ।