চট্টগ্রামের জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ভোটকেন্দ্র সরানোর দাবিতে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মুরাদপুর এলাকার সড়কে অবস্থান নিয়ে তারা এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, মাদ্রাসা ভবনে ভোটকেন্দ্র স্থাপন করলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং পরীক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাই কেন্দ্রটি অন্যত্র সরানো জরুরি।
মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন বলেন, “মাদ্রাসার প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী আবাসিক। অনেকেই এতিম। ভোটকেন্দ্র হলে নির্বাচনের আগে অন্তত তিন দিন মাদ্রাসা খালি করতে হবে। এতে হিফজ, দাওরায়ে হাদিসসহ বিভিন্ন বিভাগের বার্ষিক পরীক্ষা বিঘ্নিত হবে। কোনো আলোচনা-সুচিন্তা ছাড়াই হঠাৎ মাদ্রাসাকে কেন্দ্র ঘোষণা করা উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে।”
মানববন্ধনে মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মহিউদ্দীন, মুফতি হাফিজুল্লাহ, মাওলানা তাহের, মাওলানা মুসা ও মাওলানা গিয়াস উদ্দীনও বক্তব্য দেন। তারা বলেন, ভোটের দিনে মানুষের ভিড় ও রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, “আগের জাতীয় নির্বাচনে এখানেই ভোটকেন্দ্র ছিল। আশপাশে বিকল্প কোনো স্থান না থাকায় এবারও কেন্দ্র করা হয়েছে। ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে কর্মসূচি পালন করা নির্বাচনকে অসহযোগিতা করার শামিল। তবে আশপাশে উপযুক্ত স্থান পাওয়া গেলে দাবি বিবেচনা করা হবে।”