
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২২ জন রোহিঙ্গা যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। তারা শ্রমিক পরিচয়ে স্থানীয় ইটভাটা ও ক্ষেতে কাজ করছিলেন এবং বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, স্থানীয় ইটভাটা ও খেতে এই রোহিঙ্গারা নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বাসা থেকে শনাক্ত করে আটক করা হয়।
এর আগে ১৫ নভেম্বর সাতকানিয়া পৌরসভা এলাকায় অবস্থিত একটি ইটভাটায় ৮ জন রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানেও ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কাজ করা আরও ১২ জনকে আটক করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, “শনিবার রাতে মোট ২২ জন রোহিঙ্গা আটক করা হয়েছে। তাদের সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”