
রাজশাহীর নিউমার্কেট এলাকায় অবস্থিত ‘ওয়েহোম’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে হোটেলকর্মীদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত সবুজ কুমার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিমল চন্দ্র অধিকারীর ছেলে।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সবুজ শুক্রবার হোটেলে উঠেছিলেন এবং শনিবার কক্ষ ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি বের না হওয়ায় হোটেলকর্মীরা দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মারতেই তারা সবুজের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ‘অপমৃত্যু’ হিসেবে নথিভুক্ত করা হবে।