
সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণার এক সমাবেশে জামায়াতে ইসলামী নিয়ে প্রচলিত সমালোচনার জবাব দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ। তিনি বলেছেন, “জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায়।”
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী আলিয়া মাদরাসার সামনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত গণমিছিল ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ মন্তব্য করেন।
তথ্য অনুযায়ী, এর আগে বিকেলে সোনাইমুড়ী আলিয়া মাদরাসা মাঠ থেকে মিছিল শুরু হয়ে পৌরবাজারের বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পুরো কর্মসূচিতে এলাকাব্যাপী হাজারো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
সমাবেশে বক্তব্য দিয়ে অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির “কবর রচনা করা হবে”। তার ভাষায়, “কোনো সন্ত্রাস চাঁদাবাজের ঠাঁই হবে না। এদেশে আর কোনো চাঁদাবাজকে মানুষ চায় না, সন্ত্রাসীদেরকে মানুষ চায় না, টেন্ডারবাজকে মানুষ চায় না। মানুষ জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়।”
তিনি আরও জানান, জামায়াত সরকার গঠন করতে পারলে পাঁচ বছরের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ তৈরির প্রতিশ্রুতি রয়েছে তাদের। এ সময় তিনি শক্তিশালী অর্থনীতি, আত্মনির্ভরশীল জনগণ, টেকসই উন্নয়নসহ প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, কৃষকের ন্যায্যমূল্য, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, দেশীয় পণ্যে গুরুত্ব দিয়ে আমদানি নির্ভরতা কমানোর পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি শিক্ষা, যুবকদের দক্ষতা উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা এবং জবাবদিহিমূলক প্রশাসন গঠনের বিষয়েও কথা বলেন তিনি।
জান্নাত প্রসঙ্গে ওঠা বিতর্ক নিয়ে ছাইফ উল্লাহ বলেন, তাঁদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে আমরা নাকি ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করি। জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায়। জামায়াতে ইসলামী কোনো দিনই ‘জান্নাতের টিকিট’ বিক্রি করেনি, করে না এবং ভবিষ্যতেও করবে না। বরং আমরা মানুষের সামনে সত্য, ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধের পথে চলার আহ্বান জানাই— যেই পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।”
সোনাইমুড়ী উপজেলা আমির হানিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্টিত সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল পৌর আমির মাওলানা আক্তার হোসেন, সোনাইমুড়ী উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, এবং ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে হানিফ মোল্লা অভিযোগ করেন, জামায়াতের “ঈর্ষণীয় সাফল্যে ক্ষুব্ধ হয়ে” দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই এলাকায় কেউ উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।