
লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি চুরিতে ধরা পড়া বাবা–ছেলের জুটিকে গ্রামবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার (৩০ নভেম্বর) ভোররাতে উপজেলার বামনী ইউপির সাগর্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলের দিকে তারা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন— মজিবুল হকের ছেলে আবদুল মতিন (৪৫) এবং তার ছেলে জিহাদ হোসেন (২৮)।
স্থানীয়রা জানিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির গাছ থেকে সুপারি চুরি হয়ে আসছিল। অভিযোগকারী নুরুল ইসলাম রাতে ঘুমানোর আগে ঘরের ছাদে সুপারি শুকাতে রেখেছিলেন। ভোররাতে শব্দ পেয়ে তার মা চোর সন্দেহে ডাক দেন। নুরুল ইসলাম বাইরে এসে চার বস্তা সুপারিসহ আবদুল মতিনকে হাতে নাতে ধরে ফেলেন। পরে প্রতিবেশী মোহাম্মদ আলীসহ স্থানীয়রা এগিয়ে এসে জিহাদকেও আটক করেন।
নুরুল ইসলাম বলেন, “রাতে আমার মায়ের ডাক শুনে বাইরে এলাম, দেখি আবদুল মতিন আমাদের সুপারি চুরি করছে। চার বস্তা সুপারিসহ তাদের আটক করি।” গ্রামবাসী তখন পিটুনি দিয়ে তাদের সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়।
প্রতিবেশী মোহাম্মদ আলী অভিযোগ করেন, “বাবা ও ছেলের বিরুদ্ধে গ্রামে আরও কয়েকজনের বাড়ি থেকে চুরির অভিযোগ রয়েছে। ধারাবাহিক চুরি বন্ধে পুলিশ প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
চোর আবদুল মতিন বলেন, “কোনো কাজ পাই না, তাই ছেলেকে নিয়ে চুরি করতে এসে ধরা পড়লাম। আর কখনো চুরি করব না, কাজ করেই চলব।”
রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, “সুপারি চুরি করতে গিয়ে বাবা–ছেলেকে গ্রামবাসী আটক করে থানায় নিয়ে আসে। পরে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”