
বাগেরহাটের রামপালে মইদাড়া নদীতে নৌকা উল্টে নারী, শিশু ও বৃদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ও ভেসে যাওয়া যাত্রীদের দ্রুত উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌকায় মোট ৫২ জন যাত্রী ছিলেন।
রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন গৌরম্ভা এলাকায় একটি পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বিকেল ৫টার দিকে, তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং গেটের সেতুর সামনে নৌকাটি দুর্ঘটনাবশত উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রের সিকিউরিটি গার্ডরা অবিলম্বে সেখানে উপস্থিত হন এবং সিকিউরিটি কন্ট্রোল রুমকে অবহিত করেন। এরপর কন্ট্রোল রুম থেকে মেডিকেল টিম ও ফায়ার অ্যান্ড সেফটি টিমকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
কিছু যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও, বৃদ্ধ ও শিশুরা নৌকার নিচে আটকা পড়ে। বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি এবং মেডিকেল টিম তাদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় নৌকায় থাকা কয়েকজন শিশুসহ ২০ জন আহত হয়েছেন, বাকি ৩২ জন সাঁতরে তীরে পৌঁছেছেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম আহতদের সঙ্গে কথা বলে হাসপাতাল পরিদর্শন করেন।
দুর্ঘটনাকবলিতদের চিকিৎসা করেছেন ডা. আব্দুল্লাহ আল নোমান, তিনি জানান, “সকলকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহতরা বিপদমুক্ত। তবে নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হবে।”