
রাজশাহীর পর্যটন মোটেলে সোমবার (১ ডিসেম্বর) এনসিপির দুই পক্ষের সংঘর্ষের মাঝে সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন। এ ঘটনায় অন্তত দুই নেতা সংবাদকর্মীদের ওপর হুমকি দেন, তাদের একজন শোয়েব হিসেবে পরিচিত।
বিকেল সাড়ে চারটার দিকে মোটেলে নবগঠিত রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেই সময় মহানগর কমিটির একটি অংশ, অন্তত ত্রিশজনের দল, জেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলমকে আক্রমণ করতে গিয়ে তাকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে আখ্যায়িত করে তাদের কর্মসূচি বিঘ্নিত করার চেষ্টা চালায়।
ঘটনার সূত্রপাত ঘটে, যখন মহানগর কমিটির দুই নেতা হঠাৎ সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করে সাংবাদিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ না মানলে দরজায় তালা লাগিয়ে ভেতরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই হুমকির জেরে সংবাদকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একত্রিত হয়ে তারা দুজন নেতাকে মোটেলের বাইরে বের করেন। এরপর দীর্ঘ সময় ধরে নেতাদের সঙ্গে সাংবাদিকদের মধ্যে তর্ক-বিতর্ক চলতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা দায়ীদের শাস্তি দাবি করেন এবং বলেন, “ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কভারেজ থেকে আপাতত বিরত থাকব।”
সন্ধ্যা নাগাদ সংবাদকর্মীরা মোটেল এলাকা ত্যাগ করলেও সেখানে অবস্থান নিয়েছিলেন এনসিপির নেতা-কর্মীরা।