
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর শহরের চক বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদল এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করছি।
দোয়া মাহফিলে পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্য সচিব মুনসুর আহমেদ, সদর উপজেলা পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূঁইয়া, সদর উপজেলা পূর্ব যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব কাজী বেলাল হোসেন, যুবদল নেতা সামসুল আহসান মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মোনাজাতে বিশেষ দোয়ায় মহান রব্বুল আলামিনের কাছে গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়।