
চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দলের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের সাময়িকভাবে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) রাতে এ চারজনকে ক্লোজড করা হয়। তাদের মধ্যে রয়েছেন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবল, যারা চকবাজার থানায় কর্মরত ছিলেন। পুলিশ এখনো তাদের নাম প্রকাশ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মিছিল ও বিস্ফোরণের খবরটি ওই টহলদার সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। পরে ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।
এর আগে গত শনিবার, চট্টেশ্বরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে ঘটনার পর চকবাজার থানার ওসি শরিফুল ইসলাম দাবি করেছিলেন যে, “তার এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি।”