
ঢাকার আদালত আবারও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ স্থগিত করেছে। নতুন ধার্যকৃত দিন হলো আগামী ৫ জানুয়ারি। এটি মামলার তদন্ত প্রতিবেদন জমার ১২২তম নির্ধারিত সময়।
রোববার (৩০ নভেম্বর) প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল, তবে তদন্ত সংস্থা তা পূরণ করতে ব্যর্থ হয়। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন তারিখ ঘোষণা করেছেন। মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে হত্যা হন। সাগর সারোয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। পরে মেহেরুন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে মামলার তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেয়। আদালত একই সঙ্গে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেন।
তবে সেই সময়সীমা অতিক্রান্ত হলেও তদন্ত এখনও চলমান রয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, তারা তদন্ত শেষ করতে আরও ৯ মাস সময় বৃদ্ধি চেয়েছে।