
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত দায়িত্ব) মোঃ মহসিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জামিল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FACD-CAB-এর সভাপতি মোঃ জুলফিকার আলী জুলেল, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, FACD-CAB এবং বিসিবিএলের এই সহযোগিতা দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাংকিং সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উভয় প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা, FACD-CAB-এর নির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিদেশে অধ্যয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা, লেনদেন ও পরামর্শমূলক কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।