
দেশের বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট, যা নিয়ে ইতোমধ্যেই উৎসুক সাধারণ মানুষ ও সংগ্রাহকেরা। আগামী বৃহস্পতিবার ৪ ডিসেম্বর থেকে নোটটি প্রথমবারের মতো ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এটি বাজারে ছাড়ার পর ধাপে ধাপে সারা দেশের অন্যান্য শাখায় বিতরণ করা হবে। মঙ্গলবার ২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে একই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট প্রচলন করেছে বাংলাদেশ ব্যাংক। এবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর অঙ্কিত ৫০০ টাকার নোট যুক্ত হচ্ছে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজে।
নতুন নোটের ডিজাইনে আকার রাখা হয়েছে ১৫২ মিমি × ৬৫ মিমি এবং সামগ্রিকভাবে সবুজ রঙের উপস্থিতি বেশি। সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, যার পটভূমিতে ফুটে ওঠেছে জাতীয় ফুল শাপলা। পেছনে যুক্ত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের চিত্র। জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ লেখা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
নিরাপত্তা বৈশিষ্ট্যে যুক্ত হয়েছে বহু নতুন প্রযুক্তি। নোটটি নড়াচড়া করলে ডানদিকে মুদ্রিত ‘500’ সবুজ থেকে নীল রঙে রূপ নেয়। লাল ও স্বর্ণালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতা আলোয় ধরলে ‘৫০০ টাকা’ স্পষ্ট দেখা যায়। দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধার জন্য পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে, আর ইন্টাগ্লিও কালি ব্যবহারের ফলে কিছু অংশ স্পর্শ করলে উঁচু মনে হবে। ইউভি আলোতে শাপলা ও কাগজের রঙিন ফাইবার জ্বলে ওঠে। এছাড়া see-through ‘৫০০’ আলোয় ধরলে সম্পূর্ণ রূপে দৃশ্যমান হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পরও পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।
মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষভাবে মুদ্রিত ৫০০ টাকার স্পেসিমেন নোটও তৈরি করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।