
হরমুজ প্রণালি থেকে লাখ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজটিতে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। রোববার (৩০ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে আলআরাবিয়া জানায়, এসওয়াতিনি পতাকাবাহী জাহাজটি চোরাচালানি জ্বালানি পরিবহনের অভিযোগে আটক করা হয়েছে। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি— যেখানে অবৈধ জ্বালানি পরিবহনের বিরুদ্ধে ইরানি বাহিনীর নিয়মিত নজরদারি চলমান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক স্থানীয় আইআরজিসি কমান্ডারের বরাতে জানায়, আটককৃত জাহাজটি ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি পরিবহন করছিল। জাহাজটি আটক করার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বন্দরে নিয়ে যাওয়া হয়। জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন ভারতীয়, আর একজন প্রতিবেশী দেশের নাগরিক।
এর আগে চলতি মাসের শুরুতেও আইআরজিসি মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার আটক করে। তবে পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায়, ইরান ট্যাংকার ও এর ২১ নাবিককে মুক্তি দিয়েছে।
তালারা নামের সেই জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জলসীমায় ঢুকে পড়ে। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানায়, জাহাজটির কার্গোয় ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য ছিল, যা ‘অবৈধভাবে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছিল’। এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি বা কোম্পানি ইরানি নাগরিক বলে উল্লেখ করা হয়।
ফার্সের প্রতিবেদনে আরও বলা হয়, তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি সম্পূর্ণ স্থানীয় পর্যায়ের আইনগত পদক্ষেপ।