
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির সিনেটর খুররম জিশান জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এএনআইকে তিনি বলেন, ইমরান খানকে পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে সরকার তাকে ইচ্ছাকৃতভাবে আইসোলেশনে রেখেছে। তার ভাষায়, সরকার ইমরান খানের জনপ্রিয়তায় আতঙ্কিত, তাই কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।
সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয়, ইমরান খানের মৃত্যু হয়েছে। কিন্তু গত এক মাস ধরে পরিবারের সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়ায় এসব গুজব আরও জোরালো আকার নেয়।
এ বিষয়ে খুররম জিশান বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে।"
গুজবের অবসান টেনে তিনি আরও বলেন, "গত কয়েকদিন ধরে আমাদের গ্যারান্টি দেওয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে—তিনি বেঁচে আছেন এবং আদিয়ালা জেলেই আছেন। তিনি ঠিক আছেন।"
ইমরান খানের সঙ্গে সরকারের সম্ভাব্য সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে জিশান জানান, তাকে দেশ ছাড়ার শর্তই দেওয়া হচ্ছে। তার দাবি, "सरकार ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে, দেশ ছেড়ে চলে যেতে বলছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনই এতে রাজি হবেন না। তিনি যে ধরণের নেতা, তিনি কখনই এটি অনুমোদন করবেন না।"