
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে হওয়া এক সরাসরি টেলিফোন আলাপে ট্রাম্প এই প্রস্তাব দেন, তবে মাদুরো তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।
রোববার (৩০ নভেম্বর) ট্রাম্প সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি। তিনি বলেন, “ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ, সেটি আমি বলব না। এটি ছিল শুধুই একটি ফোনকল।” ধারণা করা হচ্ছে, কথোপকথনটি হয় ২১ নভেম্বর।
মিয়ামি হেরাল্ডকে কয়েকটি সূত্র জানায়, সেই ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি মাদুরোকে দেশ ছাড়তে বলেন। ট্রাম্প নাকি তাকে সতর্ক করে বলেন, “আপনি নিজেকে এবং কাছের মানুষদের বাঁচাতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এ মুহূর্তে পদত্যাগ করেন।”
মাদুরো পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে রাজনৈতিক ক্ষমতা ছাড়ার বদলে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে রাখার ইচ্ছা প্রকাশ করেন। মিয়ামি হেরাল্ডের তথ্য অনুযায়ী, এই সংবেদনশীল ফোনালাপের উদ্যোগ নেয় ব্রাজিল, কাতার ও তুরস্ক। গত সোমবার হাজারো সমর্থকের সামনে মাদুরো বলেন, ভেনেজুয়েলানরা “কোনো ক্রীতদাসে শান্তি চায় না।”
ফোনালাপের পর আর কোনো যোগাযোগ হয়নি ট্রাম্প ও মাদুরোর মধ্যে। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। পরে মাদুরো আবার কথা বলতে চাইলে ট্রাম্প সাড়া দেননি।
অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়ার চাপ দিলেও তাকে সরাতে যুক্তরাষ্ট্র বড় কোনো সামরিক অভিযান চালাবে না।