
জনবসতিপূর্ণ এলাকায় তেলের পাইপ লাইনে হঠাৎ ফুটো দেখা দেওয়ার পর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অপরিশোধিত তেল গড়িয়ে পড়তে শুরু করলে জলাভূমি কালো হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই দৃশ্য পাল্টায়—বালতি, বোতল, কলসি হাতে স্থানীয় বাসিন্দাদের ভিড় লেগে যায় তেল তুলতে।
ভারতের হলদিয়ার তেঁতুলবেড়িয়া এলাকায় আইওসির একটি পাইপ লাইন ফুটো হয়ে এ অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। নিউজ–১৮ জানিয়েছে, পাইপ লাইন থেকে বেরিয়ে আসা তেল কুড়ানোর জন্য স্থানীয়রা প্রতিযোগিতার মতো দৌড়ে ছুটে যান।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ডিসেম্বর), হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়ায়। জানা যায়, হলদিয়া পেট্রোকেম কারখানার পাশ ঘেঁষে রয়েছে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (আইওসি) একটি ক্রুড অয়েল পাইপ লাইন।
সেখানকার পাইপ লাইন লিক হয়ে তেল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইওসির কর্মকর্তারা এবং ভবানীপুর থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয় এবং পাইপ লাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে থাকার অনুরোধ করেছে আইওসি।