
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এখনো চলছে উদ্ধার তৎপরতা, আর নিখোঁজ আছেন আরও প্রায় ৫০০ মানুষ। মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত প্রায় ১০ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মালাক্কা প্রণালীতে সৃষ্ট এক বিরল ঘূর্ণিঝড় গত সপ্তাহে ইন্দোনেশিয়ার তিনটি প্রদেশে আঘাত হানে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এই দুর্যোগে সরাসরি প্রভাবিত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।
ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রায়, যেখানে হাজারো মানুষ বিদ্যুৎ ও ইন্টারনেটবিহীন অবস্থায় মানবিক সংকটে ভুগছেন।
সরকার জরুরি খাদ্য সহায়তা, চিকিৎসা, নিরাপদ আশ্রয় এবং উদ্ধার কার্যক্রমে সামরিক বাহিনীসহ বিভিন্ন সংস্থাকে নিয়োজিত করেছে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা।