
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষিত বিক্ষোভের প্রেক্ষিতে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই শহরে সব ধরনের সভা, সমাবেশ, র্যালি ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, “জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা লক্ষ্য করা গেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্বের মধ্যে, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।
ইমরান খানের দুই ছেলের ভিসা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যু করা হবে। পাশাপাশি তিনি সতর্ক করেছেন যে, সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির (পিটিএ) সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
আজকের পিটিআই বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে পুলিশসহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাওয়ালপিন্ডিতে ডেপুটি কমিশনার ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “সরকারি সম্পদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না।” পিটিআই অভিযোগ করছে, ইমরান খানের সাক্ষাৎ সুবিধা সীমিত হওয়ার কারণে তারা ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে।