
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তার বোন উজমা খান। আদিয়ালা কারাগারের কর্তৃপক্ষ আজ (২ ডিসেম্বর) এই সাক্ষাতের অনুমতি দেয়, এবং উজমা খান কারাগারে তার ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতের সময় উজমা খানের সঙ্গে ইমরান খান ২০ মিনিট কথোপকথন করেছেন।
সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, “ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে, তবে তিনি খুব রেগে ছিলেন। তাকে একটি কক্ষে সারাক্ষণ বন্দি রাখা হচ্ছে এবং কারও সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হচ্ছে না। তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।” তিনি এই ঘটনার জন্য পাকিস্তান সেনা প্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন।
ইমরান খান দীর্ঘদিন ধরে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। আগে জিও নিউজ জানিয়েছে, উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে তিনি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারের ভেতরে দেখা করতে পারবেন। যাওয়ার আগে উজমা খান তার বোন আলিমা খানের সঙ্গে কথাও বলেন।
পিটিআই-এর চলমান কর্মসূচির কারণে আদিয়ালা কারাগারমুখী ফ্যাক্টরি নাকা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক বন্ধ করা হয়েছে, নারী পুলিশ সদস্যসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দাঙ্গাবিরোধী ব্যারিকেডও বসানো হয়েছে।
এই বাধা সত্ত্বেও আলিমা, উজমা ও তাদের অন্যান্য বোনেরা হাঁটেই কারাগারের দিকে রওনা হন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের সাময়িকভাবে আটক করে।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলার বিচার চলছে।
গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান, উজমা খান, নোরিন খান ও অন্যান্য পিটিআই সদস্য কারাগারের বাইরে জড়ো হন। পিটিআই দাবি করেছে, নারীরা শান্তিপূর্ণভাবে বসেছিলেন, কিন্তু পুলিশ তাদের সহিংসভাবে আটক করে।
এ বিষয়ে সরকারপক্ষের মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “২০২৩ সালের ৯ মে ইমরান খানের প্রথম গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার সঙ্গে ইমরানের বোনেরা যুক্ত ছিলেন বলে সরকারের বিশ্বাস।”