.png)
জুলাই গণঅভ্যুত্থানের সময় আমিরাতে অবস্থানরত প্রবাসীরা ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার পর বিভিন্ন সময়ে আটক হন। তাদের মধ্যে অবশিষ্ট ২৪ জন বন্দিকে খুব শিগগিরই মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।”
দীর্ঘদিন ধরেই আটক থাকা ২৫ জনের মুক্তির বিষয়ে কূটনৈতিক ও আইনি উদ্যোগ চালিয়ে যাচ্ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের মুক্তি ত্বরান্বিত করতে হামদান আল কাবি নামে একটি ল’ফার্মকেও দায়িত্ব দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে ১৮৮ জন দেশে ফিরেছেন। বাকি ২৪ জনের মুক্তি নিয়েও তারা আশাবাদী এবং বিষয়টি এগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ চালানো হচ্ছে।
অবশিষ্ট বন্দিদের মুক্তির লক্ষ্যে চলতি বছরের ২২ এপ্রিল আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেয়। এরপর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা পাঠিয়ে তাদের মুক্তিতে সহায়তা চাওয়া হয়।