
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত সুস্থতার কামনা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রেস উইং থেকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে তিনি জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে সার্বক্ষণিক সহায়তা ও সমন্বয়ে প্রস্তুত থাকতে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা শেষে তার শরীরে জটিলতা ধরা পড়ে এবং পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া আয়োজন করে। নয়াপল্টনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা অত্যন্ত সংকটময় এবং দেশবাসীর দোয়া কামনা করেছেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তবে ঝুঁকির কারণে লন্ডনের কোনো ক্লিনিকে লিভার প্রতিস্থাপন করা হয়নি।