
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ থেকে মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়, এই ঘটনার প্রেক্ষিতে যাত্রী এবং সাধারণ মানুষ উদ্বেগ জানিয়েছে। বিমানবন্দরের যাত্রী সেবার বিষয়ে সমালোচনাও শুরু হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ জানান, ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি ১৪ নভেম্বরের। ওই দিন সৌদি আরব থেকে ৭৮ জন বাংলাদেশি নাগরিক আউট পাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন। যাত্রীরা তাদের ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার পর আগমনী-১ নম্বর বেল্ট এলাকা থেকে ব্যাগেজ সংগ্রহের সময় অধিকাংশ ব্যাগেজ কাটা এবং ভেতরের মালামাল অনুপস্থিত দেখতে পান। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ভিডিও ধারণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্টাফদের ওপর চড়াও হন।
বিবরণে বলা হয়েছে, উক্ত আউট পাস যাত্রীদের সৌদি আরবে বিভিন্ন কারণে আটক থাকার পর সৌদি ইমিগ্রেশনের ব্যবস্থাপনায় তাদের ইথিওপিয়ান এয়ারলাইন্সের ET-618 ফ্লাইটে সৌদি আরব থেকে আদ্দিস আবাবা হয়ে দেশে পাঠানো হয়।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে এমন ব্যাগেজে মালামাল মিসিং হওয়ার ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। মূলত আউট পাস যাত্রীদের ব্যাগেজ মাথাপিছু গড়ে ১৫ কেজি হিসেবে একত্র করে বুকিং করা হয়। এই কারণে ব্যাগেজের মধ্যে নির্দিষ্ট ব্যক্তির মালামাল নিশ্চিত করা সম্ভব হয় না। পাশাপাশি সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেক যাত্রীর মালামাল জব্দ করেছে, যার তালিকা এয়ারলাইন্সকে সরাসরি দেওয়া হয়নি। ফলে দেশে আসার পর মালামাল লোপাট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।