
জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হবে—এ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনায় তিনি এ বক্তব্য দেন।
অনুষ্ঠানে তিনি জুলাই হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন। তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। কারণ বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।”
তিস্তা পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণ—এসব ইস্যু একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় বলেও মত দেন তিনি। “তিস্তার পানি হোক, আর সীমান্ত হত্যা হোক—এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ। একটা তো আরেকটার ওপর নির্ভরশীল না। কাজেই স্বার্থগুলো থেকেই যাবে। আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে,” বলেন উপদেষ্টা।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার প্রসঙ্গে তিনি জানান, যদিও তার ভারতে অবস্থান সম্পর্কে ধারণা রয়েছে, দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা আলোচনা হয়নি।
বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, পৃথিবীর একমাত্র শান্তিকালীন সীমান্ত হত্যাকাণ্ড ঘটে বাংলাদেশ-ভারত সীমান্তে। এ বিষয়ে ঢাকা বরাবরই প্রতিবাদ জানিয়ে এসেছে এবং ভবিষ্যতেও জানাবে।