
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩০ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমানকে প্রধান করে এ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার সঙ্গে অনুসন্ধান দলে রয়েছেন উপসহকারী পরিচালক সুবিমল চাকমা। বিষয়টি সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
দুদক সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব দ্রুত—সম্ভবত ১–২ দিনের মধ্যেই ডিএনসিসিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় নথি চেয়ে চিঠি পাঠানো হতে পারে। প্রয়োজনে যে কোনো সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে অভিযান পরিচালনাও করতে পারে কমিশন।
এর আগেই, ২৭ নভেম্বর, প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছিল দুদক। সংস্থাটির পাঠানো চিঠির সংক্ষিপ্ত শিরোনামেও এসব অভিযোগের উল্লেখ রয়েছে।
দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) ঈশিতা রনির স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি সংবাদমাধ্যমের হাতে এসেছে।
চিঠিতে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ে প্রাপ্ত অভিযোগটি অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহাপরিচালক (তদন্ত-১) বরাবর প্রেরণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্ত মোতাবেক প্রাপ্ত অভিযোগটি অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।”
চিঠির সঙ্গে অভিযোগের কপি ও এক বান্ডেল নথি সংযুক্ত করে প্রেরণ করা হয়েছে।