
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে মানবিক সংকট তৈরি হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সাম্প্রতিক এই দুর্যোগে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর তাঁকে বিচলিত করেছে বলে তিনি জানান।
গত সোমবার ১ ডিসেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শোক ও সমবেদনা ব্যক্ত করেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বার্তাটি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্দেশে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের জীবনহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
প্রফেসর ইউনূস আরও বলেন, ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার ও বন্ধুপ্রতিম জনগণ বাংলাদেশের ভাবনা ও প্রার্থনায় রয়েছে। তিনি উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।