
অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে আইনগত সহায়তা নিতে ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে হাজির হয়েছেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে ভুঁইফোড় সোশ্যাল মিডিয়া পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সোমবার বিকেল ৩টার দিকে তিনি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পৌঁছান। সে সময় ডাকসুর আরও কয়েকজন নেতা তার সঙ্গে ছিলেন।
এর আগের দিন রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, এ অপপ্রচার নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার প্রস্তুতি চলছে। ফেসবুক পোস্টে ভিপি সাদিক কায়েম লেখেন, “ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” তিনি আরও উল্লেখ করেন যে, অতীতের ধারাবাহিকতায় তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দিচ্ছে।