
দেশ পরিচালনায় জনগণকে সম্পৃক্ত করার অঙ্গীকার করে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অজানায় কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ নেওয়া হবে না। তিনি বলেন, জামায়াত ইনসাফভিত্তিক নীতি এবং কুরআনের সমাধান অনুসরণ করে আগামীর বাংলাদেশ গড়তে চায়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
ক্ষমতায় এলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মান দেওয়া হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না।”
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জাতি শান্তি ও নিরাপত্তা পাবে। নারীর মর্যাদা বিষয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, “একমাত্র ইসলামই পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে।”