
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। তাকে দেখভাল করা মেডিক্যাল বোর্ডকে সহায়তা করতে বিদেশ থেকে আরও দুটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের তথ্য উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে এ খবর জানান।
শায়রুল কবির খান বলেন, “বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য থেকে একটি এবং সন্ধ্যায় চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় এসে পৌঁছাবে।”
খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেদিন তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে কেবিন থেকে স্থানান্তর করে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে রাখা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত মেডিক্যাল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।