
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে দীর্ঘদিন দূর থেকে দোয়া ও উদ্বেগে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। ধৈর্য ধরে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারেননি। তাই মঙ্গলবার রাতেই তিনি ছুটে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি নিজের অনুভূতি তুলে ধরেন।
২ ডিসেম্বর রাতে সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান তিনি এবং প্রায় আধাঘণ্টা পর সাংবাদিকদের ব্রিফ করেন। ডা. শফিকুর রহমান বলেন, “আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি, এজন্যই আসলাম। আমি উনাকে দেখে এসেছি।”
খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, তার ডায়ালাইসিস চলছে এবং তিনি এখন ডিপ সিডেশনে রয়েছেন। তিনি বলেন, “সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন।”
দীর্ঘদিনের চিকিৎসা প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, আগেও বহুবার এভারকেয়ারে ভর্তি হলেও এবারকার পরিস্থিতি আগের সববারের চেয়ে বেশি সংকটজনক।
এতদিন হাসপাতালে না যাওয়া প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে দূর থেকেই দোয়া করে যাচ্ছিলেন এবং ভিড় তৈরি করে চিকিৎসায় বিঘ্ন ঘটাতে চাননি। তিনি স্মরণ করিয়ে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানও ছিল একই, যাতে সবাই দোয়া করেন কিন্তু হাসপাতালে ভিড় না করেন, কারণ তা চিকিৎসা কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।
অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে তিনি আরও বলেন, “আমি দু’চোখে একটু দেখে আসতে পেরেছি এটাই আমার সান্ত্বনা। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, জাতির খেদমতে বাকি জিন্দেগিটা কাটাতে পারেন এই দোয়া করি।”