
ঢাকার এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা হাসপাতালে পৌঁছেছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে পৌঁছান সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে উপস্থিত হন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তারা চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য নেন এবং শিগগির সুস্থতার জন্য দোয়া করেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ভর্তি আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্টের কারণে তাকে সিসিইউতে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার বলেন, “ম্যাডামের নিউমোনিয়া হয়েছে। তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। বয়সের কারণে সময় লাগবে।”
মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আলোচনা করছে। লন্ডন থেকে ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ভার্চুয়ালি বৈঠকে অংশ নিচ্ছেন।
এদিকে, দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাতের আবেদন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা সারাদেশে তার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়।