
টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বন্ধ থাকা নিয়মিত পাঠদান কার্যক্রম আগামী ৩০ নভেম্বর থেকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। মাদ্রাসার পাঠদান স্থগিত থাকার খবর বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের লিখিত আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, ‘তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখার নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে’- এ ধরনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপির লিখিত আবেদনও পাওয়া গেছে।
চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালু করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। চিঠির অনুলিপি মাদ্রাসা সভাপতি, গাজীপুর জেলা প্রশাসক, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস-চ্যান্সেলরের দপ্তর, আইসিটি শাখা (ওয়েবসাইটে প্রকাশের জন্য), এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।
এর আগে, ১৯ নভেম্বর মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিলেন। তবে ওই সময়ে বন্ধের কারণ সরাসরি উল্লেখ করা হয়নি। জানা গেছে, হঠাৎ করে বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।