
শ্রমিক অস্থিরতার কারণে দুই সপ্তাহ ধরে বন্ধ থাকা নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সনিক বাংলাদেশ লিমিটেড অবশেষে পুনরায় চালু হচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন।
কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়, শ্রমিকরা আইনবহির্ভূতভাবে একত্রিত হয়ে উৎপাদন কার্যক্রম স্থগিত করায় ১৮ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে অধিকাংশ শ্রমিক লিখিতভাবে কাজে ফেরার আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করতে আগামী ৩০ নভেম্বর, রোববার থেকে কারখানা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত তারিখ ও সময়ে সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং ইতিবাচক মনোভাব প্রদর্শনের অনুরোধ করা হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় কারখানা দ্রুত স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলেও আশা প্রকাশ করা হয়।
এ বিষয়ে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “কারখানা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী কারখানা খুলে দিয়েছে এবং রোববার থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে।”