
আলী মনসুর ঠাকুরগাঁওয় জেলা শিশু ধর্ষণ ও অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেছে। এর আগে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী মনসুরকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’-এর বেতন স্কেলের প্রথম গ্রেডের ৭০,৯২৫-৭৬,৩৫০ টাকা বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হলো।
এছাড়া “পুনরাদেশ না দেওয়া পর্যন্ত” নিয়োগ ও বদলি কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।