
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়ে তথ্য সংগ্রহে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কারও বক্তব্য যেন গণমাধ্যম গুরুত্ব না দেয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে সামনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, “আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে— আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ম্যাডামের স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদের মাঝে মাঝে ব্রিফ করবেন। আমি ডা. এজেডএম জাহিদ হোসেন দলের একজন কর্মী, আমি আপনাদের উনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব।”
তিনি আরও বলেন, “এর বাইরে আপনারা অন্য কারও ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদের অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজব ছড়ানোর সুযোগ থাকে না।”
২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। পরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে বিএনপি পক্ষ থেকে তাকে সংকটময় বলে জানানো হয়। এরপর ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।
এদিকে, হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত রাত থেকেই এভারকেয়ার হাসপাতালের মূল প্রবেশদ্বারের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে হাসপাতাল এলাকায় ভিড় করতে দেওয়া হচ্ছে না।
পুলিশ সদস্যরা জানান, রাত ২টার দিকে প্রধান ফটকের সামনে ব্যারিকেড বসানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অন্য রোগী ও তাদের স্বজনদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, ভিড় নিয়ন্ত্রণ এবং খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।