
খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হলেও, এখন পর্যন্ত পরিবার বা বিএনপির পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি- এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি বলেন, “চাইলেই তা দেওয়া হবে,” তবে তারেক রহমানের ঢাকায় আসা সম্পর্কে সরকারকে কিছুই জানানো হয়নি।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সম্পর্কেও তৌহিদ হোসেন মন্তব্য করেন। তিনি বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে ৩০ নভেম্বর তিনি জানিয়েছিলেন, তারেক রহমান চাইলে এক দিনের মধ্যেই ‘ওয়ান টাইম পাস’ ইস্যু করা সম্ভব। তার ভাষায়, “আজ যদি বলেন আসবেন, আগামীকাল পাস দেওয়া যাবে, পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।”
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারসহ লন্ডনে পাড়ি জমান এবং তখন থেকেই সেখানেই বসবাস করছেন।