
দেশে ক্ষমতায় না থাকলেও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন এবং ‘প্রশাসনিক ক্যু’র চেষ্টা করছেন- এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে খুলনায় জামায়াতে ইসলামীসহ আট দলের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।
সমাবেশে তিনি বলেন, "কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে পাঁচ তারিখের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় ও দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম...বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি অব্যাহত রয়েছে।”
তিনি আরও যোগ করেন, "ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন।”