
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে জানিয়েছেন, "আমার ফেসবুক আইডি হ্যাকড।"
এর কিছুক্ষণ আগে একই অ্যাকাউন্ট থেকে '#Resignation' লেখা একটি পোস্ট প্রকাশিত হয়। যেহেতু তার ফেসবুক প্রোফাইল শুধুমাত্র বন্ধুদের জন্য সীমাবদ্ধ, তাই এই পোস্টটি কেবল তার ফ্রেন্ডলিস্টের মানুষরাই দেখেছেন।
রাষ্ট্রপতির ফ্রেন্ডলিস্টে থাকা কয়েকজন ব্যক্তি এই ঘটনার সত্যতা একটি জাতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।