
রাজনীতি অঙ্গনের আলোচিত নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন মাত্রা যোগ হলো, যখন তাঁকে সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়।
সোমবার ১ ডিসেম্বর দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।
মেডিকেল বোর্ডের সদস্যরা মনে করছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক জটিলতা বিবেচনায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন হয়ে পড়েছে। সূত্র জানিয়েছে, আগত চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”