
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। তিনি টানা ছয় দিন ধরে সিসিইউতেই রয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছবেন।
আজ দুপুর ১২টায় খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকরা ডাক দিলে তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার আগের তুলনায় উন্নতি দেখা দিয়েছে। চীন থেকে আসা টিম দুপুরে এসে কাজ শুরু করবেন।”
খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “সপ্তাহ দেড়েকের মধ্যে তিনি বাংলাদেশে পৌঁছাবেন।”
এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড টানা দুই আড়াই ঘণ্টার বৈঠক করে। এতে দেশি ও বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক অংশ নেন। লন্ডনের ক্লিনিকের পরিচিত চিকিৎসক প্যাট্রিকও এই বৈঠকে ছিলেন, যিনি খালেদা জিয়ার লন্ডনে মাসব্যাপী চিকিৎসা সম্পন্ন করেছেন। বৈঠকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন তারেক রহমান এবং তার স্ত্রী, ডা. জুবাইদা রহমান।