বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে সুনাম করেন। আর শেখ হাসিনাকে ‘কাজ্জাব’, অর্থাৎ মিথ্যাবাদী বলেন। তারা খালেদা জিয়াকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশে জিয়াউর রহমান মুসলিম উম্মাহর নেতা; তিনি দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, পাকস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল আমাদের দামাল ছেলেদের। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন। রেডিওতে ঘোষণা দেন, ‘যার যা কিছু আছে, নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন।’
পাকিস্তানের বিরুদ্ধে সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা। রণাঙ্গনে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছি। আমার কপালে গুলি করা হয়েছে। আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করা হয়েছে। পুলিশ হামলা করেছে, বাড়িতে গিয়ে আমাকে ধরে পেটাতে পেটাতে থানায় নিয়েছে। এরপরও আমি মাথা নত করি নাই। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক নই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।