হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কিছু বাসিন্দা এখনও ভবনের ভেতরে আটকা পড়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লেগে তা দ্রুত অন্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।
হংকং সরকারের তথ্য সেবা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হচ্ছে, নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন।
এএফপি জানিয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত একজন পুরুষ ও একজন নারী গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে পুলিশ কিছু বাসিন্দা আটকা পড়ার খবর পেয়েছিল।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডকবলিত এলাকায় সাধারণ মানুষের যাতায়াত এড়িয়ে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মাসে হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি ভবনের মাচায় আগুন লেগে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।