
অনিবন্ধিত মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ কর বাতিল এবং এনইআইআর প্রক্রিয়া সংস্কারের দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের এই আন্দোলনে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জট তৈরি হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে দোকানিরা যমুনা ফিউচার পার্কের সামনের অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য মোবাইল মার্কেট বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, অতিরিক্ত কর আরোপের কারণে মোবাইল ফোনের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। ৫৭ শতাংশ ট্যাক্সের ফলে আমদানি করা ফোনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতা—দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর সঙ্গে এনইআইআর প্রক্রিয়ার জটিলতা, ফোন রেজিস্ট্রেশনে দেরি, ভুল আইএমইআই নম্বরে ডিভাইস ব্লক হওয়াসহ নানা সমস্যায় তাদের দীর্ঘদিনের ক্ষোভ চরমে পৌঁছেছে।
তাদের দাবি, সমাধান না হওয়া পর্যন্ত বাজার খোলা হবে না। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাজার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা ও সাধারণ মানুষ। জরুরি প্রয়োজন নিয়ে কেউ কেউ দোকানে এলেও সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে। একইভাবে সড়ক অবরোধের কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন যে সরকার দ্রুত বিষয়টি পর্যালোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে, যাতে দ্রুত বাজার স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়।
ডিএমপির ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোবাইল ব্যবসায়ীরা দুপুর ১২টা ৪০ মিনিটে সড়ক অবরোধ করেন।” তিনি জানান, দুপুর ২টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কের সামনে দুই দিকের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।