বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি-ডাকাতি, রাহাজানি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ জড়িয়ে আছে। গ্রামে-গঞ্জে যেখানেই যাই মাদকের কথা শুনতে পাই। বর্তমানে আমাদের সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, যার যার অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। আমরা যেখানে আছি, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লা, যেটাই বলি সেখান থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে শহরের বাগবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার ল্যাপটপ, নগদ অর্থ, সার্টিফিকেট, সনদ ও ক্রেস্টসহ দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। ২০১০ সাল থেকে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ নিয়মিত এই বৃত্তি প্রদান করে আসছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে আমরা সামনে এগিয়ে যাব। যারা মাদক সেবন করে বা মাদক ব্যবসায় যুক্ত, তাদের হুঁশ-বুদ্ধি থাকে না। তারা সমাজে নানা অপকর্মে জড়ায়। তারা সংখ্যায় কম হলেও কিছু সাময়িক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে। কিন্তু আমরা যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে যদি আওয়াজ তুলি তাহলে তারা পালিয়ে যাবে। পালিয়ে যেতে বাধ্য। শিক্ষা প্রতিষ্ঠান থেকে, পাড়া-মহল্লা থেকে এখনই আমাদের আওয়াজ তুলতে হবে মাদকের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সামাজিক সচেতনতাও জরুরি। স্কুল-কলেজগুলোতে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদক থেকে দূরে রাখতে হবে। এক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক কথায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, বিএনপি নেতা আবুল হাশেম, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।