
কিশোরগঞ্জ সদর উপজেলায় শিয়ালের কামড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হুমায়রা, রিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হুমায়রা সন্ধ্যায় চাচার ঘর থেকে নিজের ঘরে ফেরার পথে উঠান থেকে পাশের ঝোপে নিয়ে যায় শিয়াল। প্রথমে পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরে হুমায়রার কোনও খোঁজ না পেয়ে, পরিবারের সদস্যরা ঝোপে গিয়ে ক্ষত-বিক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
হুমায়রার চাচি সমলা আক্তার বলেন, “এশার আযানের পর হুমায়রাকে তার চাচার ঘরে দিয়ে আসা হয়। কিছুক্ষণ পর মায়ের কাছে আসার জন্য সে একা ঘর থেকে বের হয়। আমরা কেউ কিছু বুঝতে পারিনি। অনেকক্ষণ পর হুমায়রার মা মেয়েকে খুঁজতে শুরু করলে ঘরের পেছনে গিয়ে হুমায়রার মরদেহ পড়ে থাকতে দেখি। পুরো শরীরে নখের আঁচড়, বিভিন্ন অঙ্গে মাংস নেই, কামড়ের দাগ রয়েছে।”
হুমায়রার বাবা হুমায়ুন কবির বলেন, “আমি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাই। এশার আযানের পর ফোন করে আমার মেয়ের মৃত্যুর খবর দেয়া হয়। আমার তিন ছেলে এবং এক মেয়ে ছিল। মেয়ের আবদারে মা আমার ভাই মোস্তফার ঘরে দিয়ে আসে। সেখান থেকে একা বের হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।”
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিশু হুমায়রার এমন মৃত্যুর খবর আমার কাছে ছিল না। বিষয়টি খোঁজ নেওয়া হবে।”